Saturday, June 22, 2019

জেব্রা ক্রসিং মানে কি? শুধুই কি রাস্তায় সাদা রঙের আলপনা ??




অনেকেই জানেন না, নীতি নিরধারক সরকার কেউ কি জানেন জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং মানে কি শুধু সাদা রং, যা দেখে নিরাপদ ভেবে মানুষ পার হতে গিয়ে খুন হয়, আসলে এই গুলো হলো, মরন ফাঁদ, অনেকেই ব্যাঙ্গ করে বলেন জেব্রা ক্রসিং দিয়ে কি হবে, তাদের বলছি, জেব্রা ক্রসিং এর সামনে পিছনে অন্তত স্পিড ব্রেকার থাকতে হয়, নয়তো ট্রাফিক থাকতে হয় , নয়তো ট্রাফিক সিগন্যাল থাকতে হয়, এই সব না বুঝে রামছাগলের মত মন্তব্য করে বসেন, আমি যেই স্থানের কথা বলছি, সেই বিমান বন্দর সড়ক রোড ডিভাইডে দেয়া, ইচ্ছে করলেই মানুষ এই জেব্রা ক্রসিং ছাড়া অন্য স্থান দিয়ে রাস্তা পারাপার হতে পারবে না, সেই জেব্রা ক্রসিং শুধু মাত্র সাদা রংয়ের দাগ, পথচারী নিরাপত্তার জন্যে কোন স্পিড ব্রেকার নেই, ট্রাফিক নেই, ট্রাফিক পুলিশ নেই, জাষ্ট এটা একটা মরনফাঁদ, এখানে আগে একটা ফুটোওভার ব্রিজ ছিলো, কোন বিকল্প না করে করে, ওভার ব্রিজ সরিয়ে নিল,

No comments:

Post a Comment

মেধাবী ছাত্র আদনান সামিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তি লাভ

ঢাকা| রাত ৮:১৪,শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০১৯ ইং||২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ||৮ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী||হেমন্তক...