Saturday, June 22, 2019
বিচারহিনতার ১০০তম দিন
যে আদনান তাসিনের ধ্যান ধারনা ছিলো, ভাবনা ছিলো, কর্মকাণ্ড ছিলো, সড়ক হোক নিরাপদ, মৃত্যুর আগের দিনেও সে বাবাকে বলছিলো, আব্বু ফাইজা মাইক্রো চাপায় খুন হয়েছে, আরো ৩জন খুন হয়েছে, আব্বু তুমি এইসব নিয়ে লিখবে ............ আর পরদিনই সে সড়কে নির্মমভাবে খুন হয়,
আমার সন্তানের নির্মম হত্যার ঘাতকদের ধরা হচ্ছে না, বিচার পাচ্ছি না, এই কথাটা আমি কাকে, কার মাধ্যমে জানাবো? তার মৃত্যুর পর তার কলেজ শিক্ষার্থী কোন প্রতিবাদ করেনি, আন্দোলন করেনি, কোন মিডিয়ায় তার মৃত্যুর খবর প্রচার করেনি, আলোচিত হয়নি, তাই নো জাষ্টিজ, তার বাবা আমি ২ বছর যাবৎ শোয্যাশায়ী gbs virus, সর্বশেষ ২১শে মে আমার সন্তান হত্যার বিচারহিনতার ১০০তম দিনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি, কিন্তু ২/৪টি অনলাইন পত্রিকা ছাড়া কোথাও প্রকাশ করা হয়নি, কলেজের কোন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক মানববন্ধন এ যোগ দেয়নি, কেউ সহানুভূতি ও জানায়নি, প্রিন্সিপাল এর সাথে কষ্ট করে দেখা করতে কলেজ পর্যন্ত গেলেও তিনি দেখা করেন নি, কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করতে চাইলে, কলেজ কর্তৃপক্ষ তাদেরকে বলেন কলেজ থেকে বের করে দিবে, আমার সন্তান যেদিন খুন হয় তার পরদিন কলেজ বন্ধ রাখে যাতে কোন শিক্ষার্থী আন্দোলন করতে না পারে, ৩য় দিন কলেজ খোলার পরপরই গুজব রটিয়ে দেয়া হয়, ঘাতককে গ্ৰেফতার করা হয়েছে, যাতে করে কোন শিক্ষার্থী প্রতিবাদ বা আন্দোলন না করে, পূরো দেশের শিক্ষার্থী রা আমার সন্তানের হত্যার বিচার চেয়ে অন্তত ফেসবুকে পোষ্ট দিয়েছে কিন্তু তার কলেজের কোন শিক্ষার্থী তার হত্যার বিচার চেয়ে কোন পোস্ট বা স্ট্যাটাস পর্যন্ত দেয়নি
Subscribe to:
Post Comments (Atom)
মেধাবী ছাত্র আদনান সামিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তি লাভ
ঢাকা| রাত ৮:১৪,শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০১৯ ইং||২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ||৮ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী||হেমন্তক...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjUPJ91lFIyt2PIB0Wss0wwnSfDEzcSyowEzeKiDYjVUbxz-5PIplu5n7msA8J5_CCkmD7kZ1kHYzGOPQZ_34cNh-W5-YZW6yqV2Y-KlVwGj2F2ehQdwOUsxGRYdiRiCtb_Y9GBBjC-hUW/s400/x.jpg)
-
অনেকেই জানেন না, নীতি নিরধারক সরকার কেউ কি জানেন জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং মানে কি শুধু সাদা রং, যা দেখে নিরাপদ ভেবে মানুষ পার হ...
No comments:
Post a Comment