Saturday, June 22, 2019

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২





জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার সকালে আক্কেলপুর উপজেলার কানুপুর ও দুপুরে ক্ষেতলাল উপজেলার দাশরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার জামালপুর চারমাথা এলাকার মৃত শহিদ মন্ডলের ছেলে ভটভটি চালক আব্দুস সালাম ও ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামের এমরান হোসেনের ছেলে শিশু তানভির হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভটভটি বোঝাই মুরগি নিয়ে সালাম জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। কানুপুর গ্রামের অরক্ষিত রেলগেট অতিক্রম করার সময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভটভটিটি ছিন্নভিন্ন হয়ে রেললাইনের পাশে পড়ে যায়। এ সময় ভটভটি চালক সালাম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রাম থেকে মামার মোটরসাইকেলের পেছনে বসে শিশু তানভীর একই উপজেলার দাশরা গ্রামে যাচ্ছিল। দাশরা গ্রামে আসা মাত্র তানভির সাইকেল থেকে পড়ে যায়। এ সময় একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উজ্জল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

মেধাবী ছাত্র আদনান সামিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তি লাভ

ঢাকা| রাত ৮:১৪,শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০১৯ ইং||২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ||৮ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী||হেমন্তক...